বগুড়া মহাসড়কে বাস-কার্গো সংঘর্ষে নিহত ৬ আহত ২০
বগুড়া জেলা প্রতিনিধি, আবদুল ওহাব, ১ জানুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ইংরেজি ২০১৮ সালের প্রথম দিনেই বগুড়া মহাসড়কে বাস কার্গো সংঘর্ষে ৬ জন নিহত ও অন্ততঃ ২০ জন গুরুতর আহত হয়েছে। তাদের সকলকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। সোমবার ১ জানুয়ারী ঢাকা-বগুড়া মহাসড়কের জামালপুর নামকস্থানে ঐ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যাক্ষদর্শীরা জানান, চট্রগ্রাম থেকে বগুড়াগামী সিফাত ট্রেডিং কার্গো ( ঢাকা মেট্রো ট- ১৫-১৪৯৫) নামের একটি পরিবহন এবং বিপরীত দিক থেকে বগুড়ার স্থানীয় শেরপুর গোসাইবাড়ীগামী একটি বাস ( বগুড়া ব- ৪৬৬৬) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি সম্পুর্ণরুপে চুর্ণ বিচুর্ণ হয় এবং কার্গো পরিবহনটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে বাসের অনেক যাত্রী থেতলে নাড়ীভুড়ি বের হয়ে যায় এবং বাকী যাত্রীরা মহাসড়কে ছিটকে পড়ে। নিহত হয় অন্ততঃ ৬ জন। আর গুরুতর আহত হয়েছে প্রায় ২০ জন। এসময় মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে প্রথমে স্থানীয়রা এবং পরে পুলিশ ও ফায়ার সাভিসের লোকজন এসে দুর্ঘটনা কবলিতদের উদ্ধার ও মহাসড়কের স্বাভাবিক পরিস্থিতি নিশ্চিত করে। শাজাহানপুর থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ জানান, উভয় পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। আর দুর্ঘটনা কবলিত পরিবহনগুলোকে উদ্ধার করে নিরাপদে নেয়া হয়েছে।