বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, প্রতিবাদে মানববন্ধন
বগুড়া প্রতিনিধি, এম নজরুল ইসলাম, ২৫ এপ্রিল, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক শিশু শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ও শহরের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
বুধবার বগুড়া শহরের প্রাণ কেন্দ্র সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এর পাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীর পাশাপাশি তাদের অভিভাবক বৃন্দ এবং সাধারন মানুষ অংশ গ্রহন করেন। বক্তারা অবিলম্বে শহরের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
উল্লেখ্য, সম্প্রতি শহরের কামারগাড়ী এলাকায় ব্যাটারি চালিত ২টি অটোরিকশা পাশাপাশি পাল্লাদিয়ে চলার সময় ধাক্কা লেগে ইউনিক পাবলিক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী সুরাইয়া তাসনিম রাস্তায় পড়ে মাথায় আঘাত পেয়ে নিহত হয়।