বগুড়ায় মডেল প্রেসক্লাবের নামে চাঁদা আদায়ের অভিযোগ

 

বগুড়া জেলা প্রতিনিধি, এম নজরুল ইসলাম, ৪ ডিসেম্বর ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীর নাম করে চাঁদা আদায়ের তীব্র নিন্দা ও ক্ষোভে ফুঁসছে সাংবাদিকেরা। ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায়। সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীর নামে কতিপয় ব্যক্তিরা চাঁদা আদায় করছে বলে অভিযোগ তুলেছেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আব্দুস সালাম বকুল, মুজাহিদুল ইসলাম পলাশ, তাজুল ইসলাম, হেদায়েতুল ইসলাম লিটন ও রাহেনূর ইসলাম স্বাধীন। রোববার রাত ৮টায় এক প্রেস বিজ্ঞপিততে মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দরা বলেন, ১২ ডিসেম্বর সারিয়াকান্দি মডেল প্রেসক্লারে বার্ষিকী পালনের নামে কতিপয় ব্যক্তিরা বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতর এবং বিশেষ ব্যক্তিদের কাছ থেকে সু-কৌশলে অর্থ আদায় করছে। ২০১৩ সালে সারিয়াকান্দি মডেল প্রেসক্লাব প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তিতে ২০১৭ সালে কয়েকজন প্রভাবশালী প্রেসক্লাব দখলে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে পরিচালনা করে আসছে। ক্লাবের যে সকল প্রতিষ্ঠাতা সদস্য ও পেশাদার সাংবাদিকগণ ছিলেন, তাদেরকে বাদ রেখে বিধিবিধান অমান্য করে একক সিদ্ধান্তে বিভিন্ন কার্যক্রম অনিয়ম তান্ত্রিক ভাবে পরিচালনা করে আসছে এবং ক্লাবের আয়-ব্যয়ের হিসাবেও অস্বচ্ছতা রয়েছে। এছাড়াও সাংবাদিকতা পেশায় জড়িত না থাকা স্বত্তেও নতুন এবং অভিজ্ঞতা ছাড়াই অর্থের বিনিময়ে ক্লাবের সদস্য করে নেওয়ার অভিযোগ রয়েছে। যাহা সাংবাদিকতার মতো একটি মহান পেশাকে প্রশ্নবিদ্ধ করায় এবং ক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় প্রকৃত সাংবাদিক ও প্রতিষ্ঠাতা সদস্যগণ বিব্রত বোধ করছেন। স্বল্প পরিসরে নিজস্ব অর্থয়ানে ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা সম্ভব হলেও মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে কতিপয় ব্যক্তিদেরকে চাঁদা প্রদানে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিকবৃন্দ। এছাড়াও এ ধরনের অনৈতিক কার্যকালাপ বন্ধ করাসহ প্রেসক্লাবের নামে অবৈধভাবে কেউ চাঁদা আদায় করবন্ধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *