বগুড়ায় ইভটিজিংয়ের দায়ে বখাটের ৭ দিনের জেল, স্থানীয়দের অসন্তোষ
বগুড়া প্রতিনিধি, এম নজরুল ইসলাম, ২৬ এপ্রিল, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪): বগুড়ার শাজাহানপুরে ৯ম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিং করার দায়ে ইসলাম (২২) নামে এক বখাটেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭দিনের কারাদন্ড দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর এ আদেশ দেন। ইভটিজিংয়ের সময় হাতেনাতে ধৃত বখাটের সাজার আদেশের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে উপজেলার গোহাইল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির এক ছাত্রীকে খরনা ইউনিয়নের কাজল গৌড়ি গ্রামের মেজবা শেখের লম্পট ছেলে ইসলাম (২২) গোহাইল স্ট্যান্ডের পূর্বপাশে রাস্তার উপর প্রকাশ্যে গলা চিপে ধরে বলে চিল্লাবি না, যা বলবো তাই শুনবি।
এসময় মেয়েটি ভয়ে চিৎকার দিলে স্থানীয়রা এসে হাতেনাতে ধরে ফেলে ওই বখাটেকে। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন এবং গোহাইল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা মারমুখি হয়ে উঠে। অবস্থা বেগতিক দেখে ইভটিজারকে অধ্যক্ষ কক্ষে আটকে রেখে প্রশাসনকে খবর দেয়া হয়।
প্রকাশ্যে, এরকম দুঃসাহসিক ঘটনা ঘটিয়েও মাত্র ৭দিনের সাজা হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।