ফরিদগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি মেলা ২০২২ উদ্বোধন
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি, কামরুজ্জামান, ০২ সেপ্টেম্বর, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে শুক্রবার ৩ দিন ব্যাপি কৃষি মেলার শুভ উদ্ভোধন করা হয়েছে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন্নেছা’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফিরোজ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান বলেন, আগামী দিনের সংকট মোকাবেলায় এক ইি জায়গাও খালি রাখা যাবেনা। সকলকে কৃষি কাজে মনোযোগ দিতে হবে। যাতে উৎপাদন অব্যাহত রেখে দেশের খাদ্য চাহিদা পুরুণ করা সম্ভব হয়। সরকারের সেবাগুলো সঠিক ভাবে জন সাধারণের নিকট প্রদানে নির্দেশ দেন তিনি।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, সাবেক ছাত্র নেতা খাজে আহমদ মজুমদার প্রমূখ।