বিদেশে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটির মেয়াদ শেষ হওয়ার ফলে, শনিবার থেকে অনুপস্থিতি হিসেবে গণ্য হবে: আইনমন্ত্রী আনিসুল হক
ঢাকা, ১০ নভেম্বর, ২০১৭, (বিডি ক্রাইম নিউজ ২৪): বিদেশে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটির মেয়াদ শেষ হওয়ার ফলে, শনিবার থেকে অনুপস্থিতি হিসেবে গণ্য হবে, বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক । এ ক্ষেত্রে সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী যিনি কর্মে প্রবীণ তিনিই অনুরূপ কার্যভার পালন করবেন। এক্ষেত্রে সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ব্যবস্থা নেবেন, সেখানে অনুপস্থিতির কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। ৯৭ অনুচ্ছেদে বলা আছে, প্রধান বিচারপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে প্রধান বিচারপতি তাহার দায়িত্বপালনে অসমর্থ বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে ক্ষেত্রমত অন্য কোনো ব্যক্তি অনুরূপ পদে যোগদান না করা পর্যন্ত কিংবা প্রধান বিচারপতি স্বীয় কার্যভার পুনরায় গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের অন্যান্য বিচারকের মধ্যে যিনি কর্মে প্রবীণতম, তিনি অনুরূপ কার্যভার পালন করিবেন।