পেট্রোল-ডিজেল বিহীন, বিদ্যুতে উড়বে বিমান
তথ্য প্রযুক্তি, ০৪ অক্টোবর, ২০১৭, (বিডি ক্রাইম নিউজ ২৪): আগামী দিনে পেট্রোল, ডিজেলের ব্যবহার হয়ত শেষ হতে চলেছে। বিদ্যুতই হবে পরিবহণের মেরুদণ্ড। ছোট, মাঝারি কিংবা ভারী যানবাহনে একমাত্র বিকল্প শক্তি হিসাবে কাজ করবে বিদ্যুৎ। কিন্তু বিমান? হ্যাঁ ভবিষ্যতে বিমানও চালিত হবে বিদ্যুতেই। ইজিজেট নামক একটি ব্রিটিশ এয়ারলাইন সংস্থা এমনটাই পরিকল্পনা করছে। যদি তাদের গবেষণা সফল হয়, তাহলে আগামী দশ বছরের মধ্যেই বৈদ্যুতিক বিমান উড়বে আকাশে। গত বুধবার ব্রিটিশ এয়ারলাইনের পক্ষে জানানো হয়, একটি মার্কিন ইঞ্জিনিয়ারিং উদ্যোগীর সঙ্গে হাত মিলিয়ে বৈদ্যুতিক বিমান তৈরি করতে চলেছে ইজিজেট। এই বিমান ৩৩৫ মাইল ওড়ার ক্ষমতা রাখবে।
ইজিজেট সংস্থার বিশেষজ্ঞরা মনে করছেন, তাদের এই পরিকল্পনা সফল হলে, এক ঝটকায় বিমান খরচ কমবে অনেকখানি। ইজিজেটের বিমান সাধারণত ঘণ্টা দুয়েকের যাত্রাপথ অতিক্রম করে। কম দূরত্বের বিমান পরিষেবার ক্ষেত্রে বৈদ্যুতিক উড়ান আর্দশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জ্বালানি শক্তির খরচ সাশ্রয় করার পাশাপাশি শব্দ দূষণের মাত্রাও কমবে বলে দাবি তাদের।