পাঁচ বছর পূর্ণ হওয়ায়, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা কাল: সিইসি খান মো. নুরুল হুদা
সংসদ ভবন, ২৪ জানুয়ারি ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আগামীকাল ঘোষণা করা হবে। সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার খান মো. নুরুল হুদা সাংবাদিকেদের এ কথা জানান। সিইসি বলেন, ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৮ জন। সংসদ সদস্য ৩৫০ জন হলেও মৃত্যুজনিত কারণে দুটি আসন শূন্য হয়। আইনগত বাধ্যবাধকতার একটা অংশ হিসেবে আমরা স্পিকারের সঙ্গে দেখা করেছি। রাষ্ট্রপতি নির্বাচনে আইনগতভাবে স্পিকারের কিছু নির্দেশনা থাকে, সেটা নিয়েছি।
তিনি বলেন, আগামীকাল কমিশন বৈঠকে তফসিল চূড়ান্ত করে বিকেল ৩টায় ঘোষণা করা হবে এবং সংসদ সচিবালয়কে জানিয়ে দেয়া হবে। সিইসি’র সঙ্গে বৈঠকের পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা বর্তমান ৩৪৮ জন সংসদ সদস্যের ভোটার তালিকা নির্বাচন কমিশনকে দিয়েছি। সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। কেউ রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে চাইলে কোনো সংসদ সদস্যের সমর্থনেই মনোনয়ন নিতে হয় এবং সিইসি সেই নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তার ভূমিকা পালন করেন।