পাঁচবিবিতে বিনামুল্যে পাঠদান কর্মসূচী
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি, আল জাবির, ৩০ আগস্ট, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দরুন শিক্ষার্থীরা পড়াশুনা থেকে দূরে । আর তাই শিক্ষার্থীদের পড়াশুনার মাঝে রাখার জন্যে শিক্ষার্থী সমিতি পাঁচবিবির উদ্যোগে পাচবিবিতে বিনামুল্যে পাঠদান কর্মসূচী চালু হতে যাচ্ছে। স্কুল পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত, বাংলা এবং ইংরেজি বিষয়ে শ্রেণীভিত্তিক পাঠদান, পরীক্ষা অন্যন্য সমস্যা সমাধান বিষয়ে ক্লাস হবে। {পরবর্তীতে বিজ্ঞান যুক্ত হবে}
বাড়িতে বসে অযাচিত সময় নষ্ট না করে শিক্ষার্থীদের কিছুটা সময় পরাশুনার মাঝে রাখাটাই মূল উদ্দেশ্য।
প্রত্যেক বিষয়ে অভিজ্ঞ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থী দ্বারা পরিচালিত হবে।
· সবার জন্যে উন্মুক্ত থাকবে {যে কেউ বিনামুল্যে রেজিস্ট্রেশন করে ভর্তি হতে পারবে}
· বিনামুল্যে পাঠদান কার্যক্রম পরিচালনা
*উপজেলা প্রসশাসনের অনুমতিসাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে প্রতি ব্যাচে ১৫ জন শিক্ষার্থী নিয়ে কার্যক্রম শীঘ্রই শুরু হইবে, ইনশাআল্লাহ।
# সকলের আবেদনের সাপেক্ষে পরবর্তীতে ক্লাশ রুটিন এবং অন্যন্য জ্ঞাতব্য বিষয় জানিয়ে দেওয়া হবে।
আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের জন্যে পোস্ট এ কমেন্ট অথবা সমিতির অফিসে অথবা নিমক্ত নাম্বারসমুহে যোগাযোগ করতে হবেঃ
সাধারন সম্পাদকঃ তাসনিম আলম মুকিম- ০১৯২১-৯৩১৬৯৪
সহঃ সাধারন সম্পাদকঃ মেহেদী হাসান – ০১৭৬৮-২৮৯৫৯৬
দপ্তর সম্পাদকঃ মেজবাহুল ইসলাম- ০১৯৮১-৫৯৮৩৯৩
কার্যকরী সদস্যঃ মীর সাজিদ – ০১৭৩৯-৮৯৪১৬০