পাঁচবিবিতে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি, আল জাবির, ৩০ আগস্ট, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রেল স্টেশন এর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মধ্যে অবৈধ ভূ-সম্পত্তি উদ্ধার তারকাটা বেড়া নির্মাণ ফুটওভার ব্রিজ উদ্বোধন, হকার মার্কেট জিআরপি থানা, যাত্রীদের রেস্ট হাউজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে পাঁচবিবি রেলওয়ে স্টেশন ।
পাঁচবিবিতে জন্ম গ্রহণকারী বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের অতিরিক্ত CA/ বিসিএস অডিট এন্ড একাউন্টস সার্ভিসের কর্মকর্তা গোলাম রাব্বানী বাবুর অক্লান্ত পরিশ্রমে পাঁচবিবি স্টেশনে কে একটি মডেল স্টেশনে পরিণত করতে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে ।
তারই ধারাবাহিকতায় ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বাংলাদেশ রেলওয়ের সারা বাংলাদেশের ন্যায় আজ শনিবার বিকেলে জাতীয় শোক দিবসের অংশ হিসেবে শনিবার বিকেল ৫.০০ টায় পাঁচবিবি রেলওয়ে স্টেশনের উত্তর পাশে বিভিন্ন ফলজ ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সহকারি পুলিশ সুপার বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর জনাব তোবারক হোসেন, এ সময়ে উপস্থিত ছিলেন পাঁচবিবি স্টেশন মাস্টার আব্দুল আউয়াল সহ সাধারণ জনগণ।