নোয়াখালী সাংবাদিকদের সাথে নবাগত ডিসির বিনিময় সভা
নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : জলবদ্ধতা, যানযট নিরসন ও অবৈধ দখল মুক্ত করার লক্ষ্যে নোয়াখালী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ এর মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে এই মত বিনিময় সভায়। এই সময় সাংবাদিকরা জেলার অনিয়ম, দুর্নীতি. জলাবদ্ধতা নিরসন. অবৈধ দখলদারদের উচ্ছেদ ও যানজট সহ বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরেন এবং একটি সুন্দর নোয়াখালী গড়ে তোলার আহ্বান জানান। এই সময় সাংবাদিকদের রাজনৈতিক ভাবে প্রভাবমুক্ত সকল অনিয়ম, দুর্নীতি ও অসংগতির বিরুদ্ধে সংবাদ পরিবেশনের জন্য আহবান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এই সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইসমাইল সাংবাদিক আলমগীর ইউসুফ, মনিরুজ্জামান চৌধুরী, ডাক্তার বোরহানউদ্দিন, নোয়াখালী প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, সাংবাদিক এমবি আলম, সাংবাদিক ওহিদ উদ্দিন মুকুল, নাসির উদ্দিন বাদল, সাংবাদিক আকাশ মোঃ জসিম, সাংবাদিক অমৃত লাল ভৌমিক, সাংবাদিক জাহান, সাংবাদিক আজাদ ও নোয়াখালী জেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফুল ইসলাম ও মাহি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।