নোয়াখালী, ফেনী, লক্ষিপুর বন্যাকবলিত মানুষের পাশে ওয়ান ব্যাংক
নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ০৭ সেপ্টেম্বর ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : গত ০২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ওয়ান ব্যাংক পিএলসি ফেনী, লক্ষিপুর, নোয়াখালী জেলার বন্যাকবলিত এলাকার ৬৯টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১৬,৫০০ বন্যার্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে। ব্যাংকের ত্রাণ সমন্বয় কমিটি সহ স্থানীয় শাখা সমুহের কর্মকর্তা বৃন্দের সরাসরি তত্বা-বধায়নে দাগন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ, চৌমুহুনী, আমিশাপাড়া, সেনবাগ এর প্রত্যন্ত অ লের আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ করে।
ONE Bank beside the flood affected people of Noakhali, Feni & Lakshmipur district
ONE Bank PLC distributed cooked food among about 16,500 flood affected people at 69 shelters for flood victims in severely affected Feni, Lakshmipur and Noakhali. Bank’s Relief Coordination Committee along with the officers and staff of local branches of the Bank distributed food at shelters at remote areas of Dagon Bhuiyan, Feni, Chandragonj, Lakshmipur, Chowmuhuni, Amishapara, Senbag and Noakhali on September 02, 2024.