নোয়াখালী দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ১১ এপ্রিল ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪): নোয়াখালী সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি চক্ষু হাসপাতাল ও ডায়াবেটিস সেন্টারের আয়োজনে ডাঃ শামীমা নাসরিন ফাউন্ডেশনের উদ্যোগে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ শুক্রবার  সকাল নয় টায় হাসপাতালে এ ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়।

জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের মহাসচিব বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুইঁয়া ও পরিচালক ডাঃ শরীফ আলতাফ হোসাইন ।

সকাল থেকে ঢাকা ও চট্রগ্রাম থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকগন ফ্রি চিকিৎসা সেবা দেন। এর মধ্যে মেডিসিন, কাডিয়ার্ক সার্জারি, গ্যাস্টো এনটেরোলজি, জেনারেল সার্জন, চক্ষু, ডায়াবেটিস, মনোরোগ, প্লাসিক সার্জন, এ্যানেসথিশিয়াসহ বিভিন্ন দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসক গন বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

এসময় সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আকতার, সহকারী কমিশনার (ভুমি) দ্বীন আল জান্নাত, সোনাইমুড়ী উপজেলা সমাজসেবা অফিসার আবুল বাসার হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। ক্যাম্পে প্রায় ছয় শতাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *