নোয়াখালী চার জোনে গ্যাসের সন্ধান পাওয়া যায়

নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ১৩ আগস্ট, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালী সোনাইমুড়ী ওয়াছেকপুর গ্রামে বেগমগঞ্জ-৪ নং কুপের খনন শেষে চারটি জোনে গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। ১২ আগস্ট সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট) কুপটির ড্রিলিং ইনচার্জ মো. আসাদুজ্জামান। তিনি বলেন, কুপের প্রতিটি জোনে গ্যাসের পরিমাণ জানার জন্য তা পরীক্ষা করা হবে।

বাপেক্স সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল সোনাইমুড়ী উপজেলার ওয়াছেকপুর গ্রামে নতুন গ্যাস কুপের (বেগমগঞ্জ-৪) আনুষ্ঠানিক খননকাজের উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। নির্দিষ্ট সময়ের আগেই খনন কাজ শেষ করে সোমবার কুপটিতে আগুন দেওয়া হয়।

প্রাথমিক ভাবে কুপটির ৪ টি জোনের প্রতিটি জোনে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে আশা করছে বাপেক্স। বাপেক্সের প্রকৌশলী ও শ্রমিকসহ দুই শতাধিক ব্যক্তি এই খনন কাজের সঙ্গে যুক্ত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *