নোয়াখালীর সুবর্ণচরে বিনা’র কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি, লুৎফুল হায়দার চৌধুরী, ৩১ মার্চ, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চফলনশীল আউশ ধানের জাতসমূহের পরিচিতি, আধুনিক চাষাবাদ, বীজ উৎপাদন এবং সংরক্ষণ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সুবর্ণচরে অবস্থিত বিনা উপকেন্দ্রের হল রুমে আয়োজিত এ প্রশিক্ষণে বিনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিনা’র পরিচালক (গবেষনা) ড. মোঃ আব্দুল মালেক এবং বিনা’র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও গবেষনা সমন্বয়ক ড. মঞ্জুরুল ইসলাম।
সুবর্ণচরের বিএডিসির যুগ্ম পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ আজিম উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ শহীদুল হক, বিএডিসি’র উপপরিচালক মাহমুদুল আলম, বারটানের আঞ্চলিক কেন্দ্রর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ জহির উল্লাহ, সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার হারুন অর রশিদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম ম্যানেজার মোঃ আতিকুজ্জামান, প্রোগ্রাম অফিসার মোঃ সাইফুল্লাহ ও সিনিয়র সাংবাদিক কামাল চৌধুরীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। প্রশিক্ষণ শেষে উপস্থিত ৬৫ জন কৃষকের মাঝে বিনাধান-১৯ এর ৫০০ কেজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।