নোয়াখালীর ভাসাননচরে চোরাইকৃত মালামালসহ ৪ রোহিঙ্গা আটক
নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ৩১ আগস্ট, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে চোরাইকৃত মালামালসহ ৪রোহিঙ্গা কিশোরকে আটক করেছে এপিবিএন সিভিল টিম ও এফআইএস।
আটককৃতরা হলেন, ক্লাস্টার-৫০ এর মৃত রশিদের ছেলে মো.এরশাদ (১৪), ক্লাস্টার নং-২৮ এর এহসান উল্যার ছেলে মো. রফিক (১৩), ক্লাস্টার নং-২৪ এর আমির হামজার ছেলে কামাল হোসেন (১৫) ও ক্লাস্টার নং-৬২ এর হাবিবুর রহমানের ছেলে ওমর ফারুক (১৩)।
এর আগে, সোমবার (৩০ আগষ্ট) রাতে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৩ নম্বর ক্লাস্টারের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় ৪ রোহিঙ্গা আটককের বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম জানান, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৪১ নম্বর ক্লাস্টার সেল্টারের সোলার প্যানেল চুরি করে নিয়ে যাওয়ার সময় ৬৩ ক্লাস্টারের সামনে থেকে এপিবিএন সিভিল টিম ও এফআইএস সদস্যরা ৪ রোহিঙ্গাকে মালামাল সহ আটক করা হয়।