নোয়াখালীর বেগমগঞ্জে পলিথিন কারখানা জরিমানা
নোয়াখালী প্রতিনিধি, লূৎফূল হায়দার চৌধুরী, ০৯ জানুয়ারি, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর বেগমগঞ্জ বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে একটি পলিথিন কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই কারখানা থেকে ৭৯০ কেজি পলিথিন রোল, বিপুল পরিমান পলিথিন ও উৎপাদন কাজে ব্যবহৃত দানা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি। অভিযানে সহযোগিতা করেন, পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারি পরিচালক তানজির তারেক ও র্যাব-১১ লক্ষীপুর ক্যাম্প।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিসিক শিল্প নগরীতে অভিযান চালানো হয়। এসময় নিষিদ্ধ পলিথিন উৎপাদন করার অপরাধে ‘ভাই ভাই পল্টাস্টিক’কে ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় পলিথিন, রোল ও তৈরির দানা। জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।