নোয়াখালীতে ৭ মার্চকে কেন্দ্র করে আ’লীগের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা
নোয়াখালী প্রতিনিধি, লূংফুল হায়দার চৌধুরী, ০৭ মার্চ, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীতে রোববার ৭ মার্চকে কেন্দ্র করে বিবাদমান আওয়ামীলীগের নেতারা পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছেন। এতে করে পুরো জেলায় আওয়ামী শিবিরে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, সকাল ১০ টায় জেলা শহর মাইজদীর বালুর মাঠে সমাবেশের ডাক দিয়েছে শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদ উল্যা খাঁন সোহেল। অপরদিকে দুপুর ৩ টায় সোনাপুর কলেজ মাঠে সমাবেশের ডাক দিয়েছেন শহীদ উল্যা খাঁনের প্রতিপক্ষ সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থক শহর আওয়ামলীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু। বিকেল ফেসবুক লাইভে এসে একরামুল করিম চৌধুরী সোনাপুর কলেজ মাঠের সমাবেশে নেতাকর্মীদের উপস্থিত হবার আহবান জানিয়েছেন। শহীদ উল্যা খাঁন সমর্থরাও সমাবেশে ব্যাপক উপস্থিতির জন্য প্রচারণা চালিয়েছেন।
এদিকে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মেয়র,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর ভাই আবদুল কাদের মির্জা বসুর হাট পৌরসভার জিরো পয়েন্টে বঙ্গবন্ধু চত্বরের ৭ ই মার্চ উপলক্ষ্যে আলোচনাসভা,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। একই দিন সকাল ১০ টায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কাদের মির্জার প্রতিপক্ষ কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান গ্রুপ বীর উত্তম নুরুল হক মিলনায়তনে আলোচনা সভাসহ নানা কর্মসূচীর আয়োজন করছেন।
একইদিন বিবাদমান গ্রুপগুলোর পাল্টাপাল্টি কর্মসূচীতে জেলা জুড়ে আওয়ামী শিবিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সেই সাথে জনমনে আতংক বিরাজ করছে। জেলার শীর্ষ পর্যায়ের নেতাদের কোন্দলে জেলার তৃর্ণমূলেও রয়েছে বিভক্তি। দলের হাইকমান্ড কার্যত কোন ব্যবস্থা না নেয়ায় জেলা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে এ বিভক্তি চরম আকার ধারণ করেছে।