নোয়াখালীতে রুবেল মজুমদার নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ১৩ সেপ্টেম্বর, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে রুবেল মজুমদার নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত রুবেল মজুমদার (৩৫) কোম্পানীগঞ্জ উপজেলার মধ্য মুছাপুর গ্রামের দিলিপ চন্দ্র মজুমদারের ছেলে। সে চৌমুহনী বাজারে একটি সেলুনে কাজ করতো।
মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১০টার দিকে চৌমুহনী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সোমবার রাত ৮টার পর থেকে যেকোন সময় আত্মহত্যা করে।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি মরদেহ উদ্ধারের সত্যত্যা নিশ্চিত করে জানান, নিহত যুবক চেীমুহনীতে ভাড়া বাসায় থাকত। টাকা পয়সার ঋণগ্রস্ত হওয়াতে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।