নোয়াখালীতে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভিডিও ফেসবুকে ভাইরাল
নোয়াখালী প্রতিনিধি, লুৎফুল হায়দার চৌধুরী, ১০ নভেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে গোলাম মোস্তফা (৪০) নামে এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা চালিয়ে মারধরের ঘটনা ঘটেছে। এসময় দোকানে লুটপাট ও ভাংচুর করে। হামলা ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হলে প্রতিবাদের ঝড় ওঠে। পরে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী গোলাম মোস্তফা বাদী হয়ে হামলাকারী মো. সাইফুল ইসলাম (৩৩) সহ অজ্ঞাত ৮-১০ বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এর আগে, সোমবার (৯ নভেম্বর) দুপুরে টাউন হল মোড়ের উত্তর পাশের প্রধান সড়কে ল্যান্ডমার্ক নামক কাপড় দোকানে এ হামলার ঘটনা ঘটে। পরে দিনদুপুরে প্রকাশ্যে হামলার একটি ভিডিও চিত্র ফেসবুকে ভাইরাল হলে স্থানীয় পর্যায়ে প্রতিবাদের ঝড় ওঠে। অভিযোগ সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদী টাউন হল মোড়ের প্রধান সড়কের রাস্তার পশ্চিম পাশে ব্যবসায়ী গোলাম মোস্তফা ল্যান্ডমার্ক নামে একটি কাপড় দোকানের ব্যবসা করে আসছিলেন গোলাম মোস্তফা। তার দোকানের সামনের ফুটপাতে হকার সাইফুল ইসলাম ভ্রাম্যমান ব্যবসা খুলে বসে।
সাইফুল প্রায় সময় সে তার ব্যবসায়িক সামগ্রী কাপড় দোকানের সামনের প্রবেশ পথে রেখে কাস্টমারদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমি তার কাপড়ের গাট্টি অন্য পাশে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করলে সাইফুল ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালিয়ে মারধর করে। পরে নিরাপত্তার কারণে আমি দোকানের মধ্যে প্রবেশ করি। একপর্যায়ে সাইফুল ও তার সহযোগী অজ্ঞাত ৮-১০ সন্ত্রাসী সহ আমার দোকানে হামলা চালিয়ে দোকানে ভাংচুর করে এবং নগদ অর্থ সহ দেড় লাখ টাকার মালামাল লুট করে।
এসময় আমার দোকানের আশেপাশের ব্যবসায়ীরা সন্ত্রাসীদের নিবারণের চেষ্টা করলে তারা আমাকে ও দোকানের কর্মচারীদের ব্যাপক মারধর করে। পরে তারা হুমকি দিয়ে যায়, এবিষয়ে থানায় মামলা করলে তারা আগুন জ্বালিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে দিবে। পরে আমি ব্যবসায়ী সমিতির পরামর্শে থানায় মামলা দায়ের করি।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামীদের ধরতে পুলিশি অভিযান চলছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।