নোবিপ্রবিতে বিএমবি বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ

নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ১৫ ডিসেম্বর ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।  রোববার (১৫ ডিসেম্বর ২০২৪) বিভাগটির ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। উপ-উপাচার্য ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান ভূঞা।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোরম এ ক্যাম্পাসে তোমাদের স্বাগতম। জীবনের এ সময়টাই তোমাদের শ্রেষ্ঠ সময়। তোমরা শিক্ষা ও গবেষণা নিয়ে পরবর্তী সময়গুলো অতিবাহিত করবে, এটাই আমাদের চাওয়া। আমরা তোমাদের জন্য সকল সুযোগগুলোকে অবারিত করে দিতে চাই। সুতরাং যা কিছু সুন্দর, স্বচ্ছ সেটাকেই তোমরা গ্রহণ করবে। নিজেদের ক্যারিয়ার এখান থেকেই গড়ে তুলতে হবে।

উপাচার্য আরও বলেন, পড়াশুনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে তোমাদের জড়িত হতে হবে। তবেই তোমাদের মনুষ্যত্বের বিকাশ ঘটবে। আমরা চাই তোমরা নোবিপ্রবিকে বিশ্বের দরবারে তুলে ধরো। নতুনদের হাত ধরেই সৃষ্টি হবে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা, এ স্বপ্নযাত্রায় আমরা তোমাদের পাশে থাকবো। নবীনদের এ পদচারণা আনন্দময় হোক। সবাইকে ধন্যবাদ। পরে কেক কাটা ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *