নীলফামারী জেলা পরিষদের এডিপির অর্থায়নে ৪৮টি সেলাই মেশিন বিতরন
নীলফামারী প্রতিনিধি, মো. শাইখুল ইসলাম সাগর, ২৭ জুলাই, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নীলফামারী জেলা পরিষদের এডিপির সাধারন তহবিল থেকে (২০১৯-২০২০) অর্থ বছরের বরাদ্দকৃত দুস্থ্য হত-দরিদ্র মহিলাদের মাঝে ৪৮টি সেলাই মেশিন বিতরন করেছেন মহিলা সংরক্ষিত আসন ০৩ এর মহিলা সদস্য শিউলী আক্তার।
আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা পরিষদ চত্বরে ১২টি ইউনিয়নের অসহায় হতদরিদ্র মহিলাদের মাঝে (২০১৯-২০২০) অর্থ বছরের এডিপির বরাদ্দকৃত তিন লক্ষ টাকার এসব সেলাই মেশিন পরিবারের প্রত্যেকের হাতে তুলে দেন তিনি।
সেলাই মেশিন বিতরনকালে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) জয়নুল আবেদীন, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান এ্যাপোলো সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, হিসাব রক্ষক আজিজুল ইসলাম ও অফি সহকারী আব্দুল হাই উপস্থিত ছিলেন।