নীলফামারীতে গাঁজাসহ আটক-১
নীলফামারী প্রতিনিধি, মো. শাইখুল ইসলাম সাগর, ২২ ডিসেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : গাঁজাসহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী। সোমবার ২১ ডিসেম্বর রাতে র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্রী বাবু চন্দ্র সরকার (৩৫) পিতা-শ্রী প্রফুল্ল চন্দ্র সরকার, সাং- বড়দহ, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী এর আবাদী জমি সংলগ্ন ঠাকুরের হাট হইতে ঢেলাপীর গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩ কেজি ৭শ গ্রাম গাঁজা, মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত দুই টি মোবাইল ফোন, চার টি সীমকার্ড, একটি মেমোরী কার্ড এবং একটি মোটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী মো. সাহীনুর ইসলাম @ সাহাবুরকে আটক করে।
আটককৃতের বাড়ী নীলফামারীর সৈয়দপুর উপজেলার-বোতলাগাড়ী হুগলীপাড়ার মো. আজগার আলীর ছেলে। নীলফামারী র্যাব-১৩, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মুন্না বিশ্বাস বলেন, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে উক্ত আসামীর নামে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় মাদক মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়।