নীলফামারীতে করোনা রোধে মাস্ক বিতরণ
নীলফামারী প্রতিনিধি, মো. শাইখুল ইসলাম সাগর, ২১ মার্চ, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : “মাস্ক পড়ার অভ্যেস, কোভিড-১৯ মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে করোনার দ্বিতীয় ঢেউ রোধকল্পে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে যানবাহনে স্টিকার লাগানো ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ মার্চ) দুপুরে নীলফামারী জেলা পুলিশের আয়োজনে চৌরঙ্গী মোড় স্মৃতি চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ফরহানুল হক, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ, ওসি ডিবি আব্দুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সেলিম আহমেদ প্রমুখ।