নিহতদের স্মরণে নোবিপ্রবিতে শোক পালন

নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ৩০ জুলাই, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : দেশব্যাপী কোটাসংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শোক পালন করা হয়েছে। রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ উপলক্ষে মঙ্গলবার (৩০ জুলাই ২০২৪) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া এবং উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। দোয়ায় নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুলবাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন সহশিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেয়। এছাড়া আন্দোলনে নিহতদের স্মরণে এদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *