নারী ও শিশু সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : নজরুল
সাতক্ষীরা জেলা প্রতনিধি, হেলাল উদ্দীন, ১৮ সেপ্টেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর অঙ্গিকার ব্যক্ত করে সাতক্ষীরায় সম্পন্ন হয়েছে ‘বাংলাদেশে নারী ও মেয়েদের অধিকার সুরক্ষাকারীদের সহায়তা প্রদান’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় ব্যাচ (তিন দিনব্যাপী) ।
১৮ সেপ্টেম্বর (শুক্রবার) তৃতীয় ব্যাচের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি ও ফরাজি আহমেদ সাঈদ বুলবুল। তৃতীয় ব্যাচে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন নারী আন্দোলন সংগঠক রেখা সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককাসের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান।
বক্তব্য রাখেন সাংবাদিক এসএম শহীদুল ইসলাম, পুরোহিত কৃষ্ণমোহন ব্যানার্জী, সাংবাদিক মোশাররফ হোসেন, নারী সংগঠক ও উদ্যোক্তা মরিয়ম মান্নান, মাওলানা ওবায়দুর রহমান প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় সহযোগিতা করেন নিউজ নেটওয়ার্ক কর্মকর্তা মুসলিমা আক্তার মৌ। ১২ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা গত ১০ সেপ্টেম্বর শুরু হয়।
পৃথক ৪টি ব্যাচে ভাগ করা হয়েছে। ৩দিনব্যাপী প্রতিটি ব্যাচে ২৫ জন করে (১২দিনে, সর্বমোট ১০০ জন) প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। প্রশিক্ষণার্থীদের মধ্যে রয়েছেন স্থানীয়-আঞ্চলিক-জাতীয় পত্রিকা ও টেলিভিশনের, শিক্ষক, আইনজীবী, উন্নয়নকর্মী, ইমাম, পুরোহিত, সমাজকর্মী ও মানবাধিকারকর্মী।