নাটোরে অস্ত্র ও গুলি রাখার দায়ে যুবকের ১৭ বছরের কারাদন্ড
নাটোর প্রতিনিধি, আসাদুজ্জামান, ২২ মার্চ ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নাটোরে অস্ত্র ও গুলি রাখার দায়ে রাকিবুল ইসলাম মানিক (২৫) নামের এক যুবককে ১৭ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। সে সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বৃস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ আদেশ দেন।
উল্লেখ্য যে, ২০১৭ সালের ২৭ মার্চ সকালে উপজেলার চন্দ্রকোলা এস আই উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করে র্যাব। আটকরে সময় তার কাছ থেকে একটি পিস্তল , ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পরে সদও থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর শুনানি ও স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণের ভিত্তিতে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।