নরসিংদীর রায়পুরায় কালো-বাজারে হতদরিদ্রদের চাল বিক্রি করায় ডিলার ও ক্রেতা আটক
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ২১ এপ্রিল ২০২০ ইং (বিডি ক্রাইম নিউজ ২৪) : নরসিংদীর রায়পুরায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরের চাল কালো বাজারে বিক্রির করায় ডিলার মোঃ রফিকুল ইসলাম এবং ক্রেতা হালিম মিয়াকে আটক করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তরবাখরনগর বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃত ডিলার রফিকুল ইসলাম উত্তরবাখর নগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃশফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, উক্ত ডিলারের গুদামে মজুদকৃত চালের মধ্যে ১৪ বস্তা চালের ঘাটতি থাকায় ডিলার রফিকুল ইসলামকে আটক করা হয়।
পরে তার বর্ণনা মতে স্থানীয় বাজারের একজন ব্যবসায়ীর কাছ থেকে ৩ বস্তা চাল উদ্ধারসহ দোকানদার হালিম মিয়াকেও আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ বুলবুল আহম্মেদ বাদী হয়ে রায়পুরা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আটককৃত ২জনকে থানায় নিয়ে আসে পুলিশ।