নরসিংদীর রায়পুরায় আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতীর উদ্বোধন
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ৭ জানুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নরসিংদীর রায়পুরাবাসীর দীর্ঘদিনে দাবি উপজেলা সদরে অবস্থিত মেথিকান্দা রেলওয়ে ষ্ট্যেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতী করা হোক। অবশেষে দীর্ঘদিন পরে হলেও ৬ জানুয়ারি শনিবার সকালে ঢাকা টু কিশোরগঞ্জগামী আন্ত:নগর ট্রেন এগারসিন্দুর গোধুলী ও এগারসিন্দুর প্রভাতীর আনুষ্ঠানিক যাত্রাবিরতীর উদ্বোধন করেন সাবেকমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি। বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান নিসার। সকাল আনুমানিক পৌনে নয়টা ট্রেন ষ্টেশনে যাত্রা বিরতীর পর ঢাক-ঢোল বাজিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়ে যাত্রীদেরকে বরণ করে নেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শত শত মানুষ। এসময় ট্রেনের চালক ও যাত্রী সাধারণের নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ডকে মঞ্চে এনে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। পরে অতিথিবৃন্দের অনুমতি নিয়ে নির্ধারিত সময়ে ট্রেন ষ্টেশন ত্যাগ করেন। এরই মধ্যদিয়ে রায়পুরাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত দাবির অবসান ঘটলেও যাত্রীর তুলনায় বরাদ্ধকৃত আসন সংখ্যা অপ্রতুল। এমতবস্থায় দ্রুত আসন বৃদ্ধির দাবি জানান অতিথিগণ সহ যাত্রী সাধারণ। নরসিংদী জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলমের পরিচালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ কল্পনা রাজিউদ্দিন, বাংলাদেশ রেলওয়ে পূর্ব চট্রগ্রাম মহা-ব্যবস্থাপক মোঃ আব্দুল হক ও অপারেটিং সুপারিনটেন্ট মোঃ মিয়া জাহান, উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফজাল হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুস ছাদেক চেয়ারম্যান, রায়পুরা থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মোঃ মাহবুব আলম শাহীন, উপজেলা যুবলীগের সভাপতি মিলন মাস্টার, দপ্তর সম্পাদক হারাধন গোস্বামী সহ স্থানীয় নেতৃবৃন্দ। এদিকে, মেথিকান্দা ষ্টেশন মাস্টার সামসুল আলম জানান, ১০টি আসন বরাদ্ধ থাকলেও প্রায় ৭০টি টিকিট বিক্রি হয়েছে। কম্পিউটার না থাকায় হাতে লিখে দিতে সময় লেগেছে। কম্পিউটার থাকলে শতাধিক টিকিট বিক্রি হতো।