নরসিংদীর মনোহরদী সড়কের কালবাট মরন ফাঁদে পরিনত
নরসিংদী (মনোহরদী) প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ১২ ফেব্রুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নরসিংদী জেলার মনোহরদী পৌরসভা ১ ও ২ নং ওয়াডের মজিবুরের বাড়ীর সামনে খালেঘাট এলাকার রাস্তাটি মরন ফাঁদে পরিনত হয়েছে। এই রাস্তাটি দিয়ে চলাচল করে টাক, বাস, সিএনজি, অটোসহ ভারি যানবাহন। উপজেলার চালাকচর থেকে যাত্রীবাহী বাস চলাচল করে ঢাকা টু চলাকচর। প্রতিনিয়তই ঘটছে ছোট ছোট দুর্ঘটনা।
এ কালবাট নিয়ে আতঙ্কে দিন কাটছে শিক্ষার্থী যাত্রীদের। এই রাস্তাটি দিয়ে স্কুল কলেজের শত শত শিক্ষার্থী আশা যাওয়া করে। ট্রাক ড্রাইভার রহমত মিয়া বলেন, আমি কিশোরগঞ্জ থেকে এসেছি রাজশাহী যাব কিন্তু এই ভাঙ্গা কালবাট দিয়ে আমাদের আশা যাওয়া অনেক কষ্ট হয়।
কথা হয় যাত্রী বাসেদ মিয়া, স্কুল ছাত্র রিমন, কলেজ পড়ুয়া আল আমিন, সুমী আক্তার আরিফসহ আরও অনেকের সাথে,তারা জানায় রাস্তার কালবাট যেন মরন ফাঁদ। ঘটতে পারে যে কোন সময় বড় দরনের দুর্ঘটনা। এ কালবাট টির সু-দৃষ্টি দেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি।