নরসিংদীর মনোহরদী চালাকচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ. নজরুল ইসালাম, ০৮ আগস্ট, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নরসিংদীর মনোহরদী উপজেলা প্রশাসন মঙ্গলবার চালাকচর বাজারে ভূয়া পদবী ব্যবহারকারি চিকিৎসক ও লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসসাদিকজামান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এবং মেডিকেল অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর ও সংগীয় পুলিশ ফোর্স অভিযানে অংশগ্রহণ করে।
অভিযানে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ ও মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর আওতায় বিভিন্ন দন্ডে দন্ডিত করা হয় এবং জনসচেতনতা মূলক পরামর্শ প্রদান করা হয়। জানা গেছে, মনোহরদী উপজেলা প্রশাসন এ অভিযান অব্যাহত রাখবে।