নরসিংদীর মনোহরদী উপজেলা সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দিচ্ছেন
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ২২ এপ্রিল ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মহামারি করোনাভাইরাসের কারণে নরসিংদীর মনোহরদী উপজেলায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। এই উপজেলায় ধান কাটার জন্য মুজুরি বিক্রি করতে আসতেন জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিলেটসহ বিভিন্ন জেলার দিনমুজুর। এখন দিন মজুর না পাওয়ার কারনে বোরো ধান ঘরে তুলতে দিশেহারা হয়ে পড়েছেন মনোহরদীর কৃষক।
তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে নরসিংদী ৪ (মনোহরদী-বেলাব) সাংসদ ও শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের পুত্র মজ্ঞুরুল মজিদ মাহমুদ সাদির নির্দেশে কৃষকদের জমিতে থাকা পাকা ধান কেটে দিচ্ছেন নরসিংদীর মনোহরদী উপজেলা সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। মনোহরদীর শুকুন্দী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সুতালরীকান্দা এলাকায় পান্তা খেয়ে স্বেচ্ছাশ্রমে কৃষক আহমদ আলীর ধান কেটে দিচ্ছেন উপজেলার আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তোহিদুল আলমসহ দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার(এপ্রিল ২১)সকাল ১০ টার দিকে উপজেলার শুকুন্দী ইউনিয়নের সুতালরীকান্দা এলাকায় ব্যতিক্রম কাজের এ উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। সরেজমিন উপজেলার শুকুন্দীর সুতালরীকান্দা এলাকায় গিয়ে দেখা যায়, উপজেলার সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলমের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী কাদা-পানি মাড়িয়ে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছেন। পরে মাটিতে বসে পান্তা খেয়ে আবার কাজে ফিরে যান তারা।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম বলেন, কৃষকের ধান কেটে দেয়ার পাশাপাশি এলাকার যুবক ও তরুণদের এই কাজে উৎসাহ প্রদান করছেন। শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির পুত্র মজ্ঞুরুল মজিদ মাহমুদ সাদির নির্দেশনায় স্বেচ্ছাশ্রমে মনোহরদী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন স্থানীয় সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।