নরসিংদীর মনোহরদীতে দুর্গাপূজার উৎসবে প্রস্তুত হচ্ছে ৪৬ টি মন্ডপ
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ০২ অক্টোবর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। মা দুর্গা অসুর দমনের শুভ শক্তি নিয়ে পৃথিবীতে আগমন করবেন। তাকে ঘিরে নরসিংদীর মনোহরদী উপজেলার মৃৎশিল্পীদের চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে তারা মাটির কাজ শেষ করে রং-তুলির খেলায় মেতে উঠেছে।
মনোহরদী উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, উপজেলায় ১২ টি ইউনিয়ন ১ টি পৌর সভায় এ বছর ৪৬ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরির কাজ শেষ করে রঙ এর কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। শেষ মুহূর্তে মন্ডপে কেউ কাদা-মাটির তৈরিতে প্রতিমার শরীরে শৈল্পিক কারু কাজে ব্যস্ত, আবার কেউ রং তুলির আঁচড়ে প্রতিমাকে মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তুলছেন।
মনোহরদী পৌর-সভা হিন্দু পাড়ায় রঙের কাজের সময় কথা হয় মৃৎশিল্পী সুদির বর্মনও অজিত বর্মনের সাথে তারা বলেন, রাত দিন কাজ চলছে আমাদের দম ফেলার সময় নেই এই মুহুর্তে। পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, আনন্দ মুখর পরিবেশে মা দুর্গাকে বরণ করার সব প্রস্তুতি হাতে নেয়া হয়েছে।