নরসিংদীর বেলাবতে সহোদর দুই ভাইয়ের বেতনের টাকায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ০২ এপ্রিল, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে নরসিংদীর বেলাবতে হত-দরিদ্রও কর্মহীনদের মাঝে বেতনের টাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চাকুরিজীবী দুই সহোদর ভাই। করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ২৫০ জন হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দুই সহোদরের মধ্যে একজন আমির হোসেন (বিজিবি) তে ও অপরজন এস এম সাব্বির হোসেন সেনাবাহিনীতে চাকুরী করেন। বেলাব উপজেলার মাটিয়ালপাঁড়া গ্রামের আঃ ছাত্তারের পুত্র ও বেলাব উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা’র সহোদর ছোট ভাই।
সোমবার (৩০ মার্চ) বেলাব উপজেলা সদরে দুই মাসের বেতনের পুরো টাকা দিয়ে জনপ্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও ১টি করে মাস্ক কিনে এলাকার ২৫০ জন মানুষের মধ্যে বিতরণ করেন সহোদর ২ ভাই। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খাঁন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বেলাব ইউপি চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, স্থানীয় ইউপি সদস্য মোঃ আবু হানিফ প্রমূখ।
আমির হোসেন সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। অতি কষ্টে দিনাতিপাত করছেন তারা। তাই আমাদের দুই ভাইয়ের বেতনের ৯৪ হাজার টাকা দিয়ে তাদের জন্য খাদ্য সামগ্রী কিনে দিয়েছি। সমাজের বিত্তবানদের এসব মানবিক কাজে এগিয়ে আসার আহবান জানান তিনি।
উল্লেখ্য, করোনার প্রভাবে বিশ্বজুড়েই এখন বড় সংকট। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে খেটে খাওয়া মানুষদের জন্য সে সংকট আরো বেশি। যারা দিন এনে দিন খান, তাদের রোজগারের উৎস বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এমন সংকটময় এক মুহূর্তে অসহায় হত-দরিদ্র মানুষদের একটু সাহায্য করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক স্ট্যাটাসে চাকুরীজীবি মোঃ আমির হোসেন (বিজিবিতে চাকুরীরত) জানান, তারা দুই সহোদর ভাই সরকারি চাকুরী করেন। দেশের এই সংকটময় মূহুর্তে দেশের একজন নাগরিক হিসেবে অসহায় মানুষদের পাশে দাড়ানো তাদের নৈতিক দায়িত্ব।