নরসিংদীতে ২ টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত, ৫০ হাজার অর্থদন্ড
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ০৭ ডিসেম্বর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নরসিংদীর বেলাবো উপজেলায় কোন প্রকার বৈধ কাগজপত্র না থাকায় দুটি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় ২ টি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালত ।
ইটভাটা ২ টি হলো বেলাবো উপজেলার সররাবাদ এলাকার জহিরুল ইসলাম তানভীর আহম্মেদ এর মালিকানাধীন এমটিবি ইটভাটা ও একই এলাকার আমান উল্লাহ ভূঁইয়ার মালিকানাধীন ফেভারিট ইটভাটা। শনিবার (০৭ ডিসেম্বর) সকাল থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন জানায়, কোন প্রকার কাগজপত্র ছাড়াই স্কুল ও লোকালয়ে কৃষি জমি নষ্ট করে দীর্ঘদিন ধরে দুটি ইটভাটা পরিচালনা করা হচ্ছিল। এ অভিযোগে নরসিংদী জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যেট মো: শাহরুখ খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমানসহ অন্যান্যরা উপিস্থত ছিলেন।