নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম , ১৯ জানুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নরসিংদী জেলায় বিলুপ্তির পথে মাটির ঘর।জেলার মনোহরদী,পলাশ,বেলাব,শিবপুর, রায়পুরা উপজেলা থেকে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার মাটির ঘর।১৬ জানুয়ারি নরসিংদী জেলা বেলাব ও শিবপুর উপজেলার কুন্দালপাড়া,যোশর, পোরাদীয়া,আমলাব,সুটরীয়া,বেলাব,বিন্নাবাইদ ও মরজাল, এলাকায় গিয়ে দেখা যায়।এখন ও কিছু মাটির ঘর আছে। তারা তাদের বাব দাদার ঐতিহ্য দরে রেখেছেন।কথা হয় যোশরের কামাল মিয়ার সাথে তিনি বলেন, আমার দাদা বানিয়ে দিয়েছেন একটি মাটির ঘর এখন এই ঘরে থাকতেন আমার বাবা ও মা। আমি নিজেই একটি দালান ঘর করেছি বিদেশে থেকে।প্রায় ১০ বছর বিদেশ থেকে একটি দালান ঘর করছি। আমার বাবা মা এই ঘরে থাকেনা বলে যে তারা নাকি এই ঘরে থাকতে অনেক পছন্দ করে।কথা হয় বলাব উপজেলার রমজান আলীর সাথে তিনি বলেন,আমার ছেলে একটি দালান ঘর করেছে। এই ঘরে আমার ভালো লাগেনা কারন হলো গরমের দিন অনেক ঘর। আর মাটির ঘরে গরমের দিন অনেক ঠান্ডা লাগে।এই ঘরেই আমি শেষ দিন গুলি কাটাতে চাই।