নরসিংদীতে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ৭ জানুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নরসিংদীর মাধবদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে ৭ জানুয়ারি রবিবার সকাল ৯টার দিকে উপজেলার মেঘনা বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার পাইচার ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদের ছেলে রফিকুল ইসলাম (২৫) এবং রফিকুলের দুই বন্ধু শাহিন (৩৩) ও কাউছার (২৮)। মাধবদী থানার এসআই নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সাংবাদিকদের জানান, ঘন কুয়াশার কারণে সকালে অস্পষ্ট হয়ে ওঠে একটু দূরের জিনিসটিও। এ অবস্থায় তিন আরোহীসহ মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি দেয়ালে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিন বন্ধু আরোহী। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।