নরসিংদীতে গোয়েন্দা পুলিশের অভিযানে তেলের লড়ির ভিতর থেকে ৮২০ বোতল ফেন্সিডিল’ ও ২৬ কেজি গাজা’ উদ্ধার:৩ জন গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ১৯ মে, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নরসিংদীতে গোয়েন্দা পুলিশের অভিযানে তেলের লড়ির ভিতর থেকে ‘৮২০ বোতল ফেন্সিডিল’ ও ‘২৬ কেজি গাজাসহ ৩ জন গ্রেফতার।
শুক্রবার (১৮মে) ভোরে জেলা গোয়েন্দা পুলিশের এস আই খোকন চন্দ্র সরকার ও তার সঙ্গীয় ফোর্স নরসিংদী সদর উপজেলার মাধবদী চৈতাব এলাকা থেকে তেলের লড়ি থামিয়ে তল্লাসী চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল ও গাজাসহ তাদের গ্রেফতার করেন।
জেলার গোয়েন্দা পুলিশের এস আই খোকন চন্দ্র সরকার জানায়, ‘আইজিপি মহোদ্বয়ের নির্দেশক্রমে মাদকদ্রব্য উদ্ধারের লক্ষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমত ৮২০ বোতল ফেন্সিডিল ও ২৬ কেজি গাজাসহ ২ জনকে গ্রেফতার করি।
পরে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যমতে উক্ত মাদকের মালিক মোসাঃ নেহরাকে ব্রক্ষনবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়।তাদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।