নরসিংদীতে করোনাভাইরাস সর্তকতায় নারীদের উঠান বৈঠক
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ০৩ সেপ্টেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নরসিংদীতে করোনাভাইরাস সর্তকতায় উপকরন ও উন্মোক্ত উঠান বৈঠক অনষ্ঠিত হয়েছে।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)`র ২০২০-২০২১ কার্যক্রম আওতায় বুধবার বিকেলে নরসিংদীর পৌর শহরের ভেলানগর কামাল মিয়ার বাড়িতে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নাছিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আমির আলী।
অনুষ্ঠান পরিচালনা করেন নরসিংদী এমডিএসের নির্বাহী পরিচালক ফাহিমা খানম। জেলা তথ্য অফিসের সহযোগীতায় ও এমডিএসের পরিচালনায় এ উন্মোক্ত উঠান বৈঠক অয়োজন হয়েছে। অনুষ্ঠান শেষে নারীদের মাঝে করোনাভাইরাস উপলহ্মে মাক্স ও সাবান বিতরণ করা হয়েছে।