নন্দীগ্রামে শিক্ষার্থীদের বিজয় র্যালি
বগুড়া (নন্দীগ্রাম)প্রতিনিধি, হেলাল উদ্দিন, ১৭ ডিসেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মহান বিজয় দিবসে বগুড়ার নন্দীগ্রামে বিজয় র্যালি করেছে রণবাঘা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ। এরআগে স্কুল চত্বরে শহীদ মিনারে বীর শহীদদের প্রতি পুস্পমাল্য অর্পন করে। শনিবার রণবাঘা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজির হোসেনের নেৃতৃত্বে স্কুল চত্বর থেকে স্থানীয় রণবাঘা বাজারে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিতে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সকল নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। র্যালিতে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমেরী জামান বকুল, শিক্ষক দেব দুলাল, জিয়াউল হক, মোশারফ হোসেন প্রমূখ। পরে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।