নক আউট পর্বে স্পেন, জাপান, ইরাককে হারিয়ে ঘুরে দাঁড়ালো আর্জেন্টিনা
প্যারিস, ২৮ জুলাই, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : প্রথম ম্যাচে বিতর্কিত পরাজয়ের পর কাল দ্বিতীয় ম্যাচে ইরাককে ৩-১ গোলে পরাজিত করে প্যারিস অলিম্পিকে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। এদিকে প্রথম দল হিসেবে অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন ও জাপান। দুইবারের স্বর্ণ জয়ী আর্জেন্টিনা বুধবার সেইন্ট-এতিয়েনে বিতর্কিত ও নাটকীয় ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলের পরাজয় দিয়ে অলিম্পিক মিশন শুরু করে। দক্ষিণ আমেরিকার দলটি শেষ মুহূর্তে সমতা ফেরালেও অফসাইডের কারনে গোলটি বাতিল হয়ে যায়। পরবর্তীতে দর্শকদের বিশৃঙ্খলায় দুই ঘন্টা বন্ধ থাকার পর ম্যাচের বাকি তিন মিনিটের খেলা অনুষ্ঠিত হয়। শনিবার গ্রুপ-বি’তে প্রথম জয়ের দেখা পেয়েছে হাভিয়ের মাচেরানোর দল। গ্রুপের আরেক ম্যাচে শেষ মুহূর্তের গোলে মরক্কোকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে ইউক্রেন। এর ফলে বি-গ্রুপের চার দলই দুই ম্যাচ পর সমান তিন পয়েন্ট সংগ্রহ করেছে।
লিঁওতে অনুষ্ঠিত ম্যাচে ম্যানচেস্টার সিটির জুলিয়ান আলভারেজের এ্যাসিস্টে থিয়াগো আলমাডা গোল করে আর্জেন্টিনাকে ১৪ মিনিটে এগিয়ে দেন। প্রথমার্ধের স্টপেজ টাইমে অধিানয়ক আয়মান হুসেনের গোলে ইরাক সমতায় ফিরে। কিন্তু ৬২ মিনিটে আবারো লিড পায় আর্জেন্টিনা। দুই মিনিট আগে বদলী বেঞ্চ থেকে উঠে আসা লুসিয়ানো গুনডোর গোলে ২-১ ব্যবধানের লিড নেয় আর্জেন্টিনা। ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে কেভিন জেনোনের দারুন এক পাসে বোকা জুনিয়র্সের এজেকুয়েল ফার্নান্দেজ আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোলটি করেন।
সেইন্ট-এতিয়েনে গ্রুপের আরেক ম্যাচে ৯৮ মিনিটে ইহর ক্রাসনোপিরের গোলে ইউক্রেন জয় নিয়ে মাঠ ছাড়ে। গ্রুপের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার আর্জেন্টিনা-ইউক্রেনের ও মরক্কো-ইরাক মুখোমুখি হবে।
বর্দুতে ডোমিনিকান রিপাবলিককে ৩-১ গোলে হারিয়ে টোকিও গেমসের রৌপ্য পদক জয়ী স্পেন টানা দ্বিতীয় জয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে। সি-গ্রুপের আরেক ম্যাচে মিশর ১-০ গোলে উজবেকিস্থানকে হারানোর কারনে স্পেনের শেষ আটে পথ সুগম হয়।
থিয়েরি অঁরির ফ্রান্স ১-০ গোলে গিনিকে হারিয়ে গ্রুপ-এ’তে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেছে। ৭৫ মিনিটে মাইকেল ওলিসের ক্রস থেকে ফ্রেইবার্গের ফুল-ব্যাক কিলিয়ানা সিলডিলা জয়সূচক গোলটি করেন।
দিনের আরেক ম্যাচে নিউজিল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। যে কারনে ফ্রান্সের শেষ আট এখনো নিশ্চিত হয়নি। মঙ্গলকার শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে এক পয়েন্ট অর্জন করতে পারলেই স্বাগতিকরা কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জণ করবে।
অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বিজয়ী জাপান নাটকীয়ভাবে ১-০ গোলে মালিকে পরাজিত করে শেষ আট নিশ্চিত করেছে। ৮২ মিনিটে রিজিতো ইয়ামামোতো জাপানকে এগিয়ে দেন। ইনজুরি টাইমে হ্যান্ডবলের কারনে ভিএআর রিভিউ পেনাল্টি উপহার দিলেও তা কাজে লাগাতে পারেনি মালি। চেইকনা ডুম্বিয়ার স্পট কিক পোস্টের বাইরে দিয়ে চলে গেলে জয় নিশ্চিত হয় এশিয়ান পরাশক্তি জাপানের।