নকল বিএসটিআই মনোগ্রাম ব্যবহার করায় অর্থদন্ড
নোয়াখালী প্রতিনিধি, লুৎফুল হায়দার চৌধুরী, ১৮ অক্টোবর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স ছাড়া পণ্যের মোড়কে মনোগ্রাম ব্যবহার করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরী করায় অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির’র নেতৃত্বে সদর উপজেলার মাইজদী বাজারের হসপিটাল রোড এলাকার রবি বেকারী ও কনফেকশনারিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করে সুধারাম থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির বলেন, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের মনোগ্রাম ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির করায় রবি বেকারী ও কনফেকশনারি কে বিএসটিআই আইনে পঁচিশ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেয়া হয়েছে। একই সাথে বিএসটিআই লাইসেন্স গ্রহণ করে স্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করতে নির্দেশ দেওয়া হয়েছে।