দ্রব্য মূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদ, নোয়াখালীতে জাতীয় পার্টির মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ২৩ মার্চ, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদ ও কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নোয়াখালীতে মানববন্ধন করেছে জাতীয় পার্টি জেলা শাখা। এসময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারকে দায়ী করে পদত্যাগ দাবি করেছেন তারা। বুধবার বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে তারা।
জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল হামিদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক খোকন, সদর উপজেলা জাপার সভাপতি অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, শ্রমিকপার্টির জেলা সভাপতি মিলন শিকদার, যুবসংহতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মনু’সহ আরও অনেকে।
বক্তারা বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হওয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রমাগত বাড়ছে। কিছু ব্যবসায়ীর সাথে আতাত করে সরকার দ্রব্যের মূল্য বৃদ্ধি করে যাচ্ছে। অতিদ্রুত বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য দাবি জানান তারা।