তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের প্রাণে মারতে ধাওয়া
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ২৮ এপ্রিল, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুড়িগ্রামের রাজারহাটে কামার পাড়া বাজারে ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকারের পেটুয়া বাহিনীর সশস্ত্র ধাওয়ার প্রাণে বেঁচে যায় দুই সাংবাদিক। উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউপির মেদিনীর হারুনের পরিবারের থেকে শিশু ভাতা, গরু, ও সরকারি ঘড় দিতে চেয়ে উৎকচ নিয়েছে মঞ্জু নামের বর্তমান ইউপি, চেয়ারম্যানের কর্মী।
আজ সরেজমিনে সাংবাদিক হারুনের কাছে বিষয়টি জানার জন্য কথা বল্লে বেরিয়ে আসে থলের বিড়াল। ভুক্তভোগী হারুনের সঙ্গে সাংবাদিকের কথা বলার আজ কামার পাড়া বাজারে চেয়ারম্যান নিজ অফিসে থাকাকালীন তার নিজস্ব বাহিনীর সদস্যগণ দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিদের উপরে চড়াও হয়ে ধাওয়া করেছে।
এসময়ে প্রাণে বাচার লক্ষ্যে আত্মগোপন করে রাজারহাট থানায় যোগাযোগ করলে অতঃপর রাজারহাট থানার এস আই অনিল চন্দ্র রাজারহাট দৈনিক আমার সংবাদ প্রতিনিধি এনামুল হক সরকার ও দৈনিক ভোরের সময় প্রতিনিধি ইব্রাহিম আলম সবুজ উদ্ধার হয় এবং নিরাপদে বাড়ীতে ফিরে।