ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাশের শুকনো গাছগুলো মরন ফাঁদে পরিণত,দেখার কেউ নেই
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ২৪ মে, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪): ঢাকা-কিশোরগঞ্জ সড়কের দু`পাশের শুকনো গাছগুলো যেন মরন ফাঁদে পরিণত, যেন দেখার কেউ নেই। নরসিংদী জেলার ঢাকা-কিশোরগঞ্জ সড়কের মনোহরদী উপজেলা থেকে শিবপুর উপজেলার ইটাখোলা পর্যন্ত দু-পাশের হাজারো বড় উচু বিভিন্ন জাতের গাছ ভেঙ্গে পড়ে আহত হয় পথচারী ও গাড়ির যাত্রীরা।
বিশেষ করে রাতের আধাঁরে এটি একটি মরন ফাঁদে পরিনত হয়েছে। দীর্ঘদিন ধরে এসব মরা শুকনো গাছ পথচারীদের হতাহতের একটি উল্লেখ্যযোগ্য কারন হয়ে দাড়িয়েছে। অথচ বিষয়টি প্রশাসনকে মৌখিক ভাবে একাদিক বার অবহিত করলে ও এনিয়ে স্থানীয় প্রশাসনের কোন মাথা ব্যাথা নেই এমনটি মনে করছেন শিবপুর ও মনোহরদী উপজেলার সচেতন মহল।
পথচারীরা সাংবাদিকদের জানান, চলমান ঝড়ে প্রায়ই বাস-ট্রাক, সিএনজি, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনের উপর শুকনো গাছ ভেঙ্গে পড়ে আহতের ঘটনা ঘটে। জেলার স্থানীয় লোকজন জানান, রাস্তার পাশের শুকনো গাছগুলো মৃত্যুর ফাঁদ হয়ে দাড়িয়ে আছে। সামান্য বাতাস হলেই ভেঙ্গে পড়ে ডালপাল। তাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।