ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড
ঝিনাইদহ প্রতিনিধি, মোঃ জাহিদুর রহমান তারিক, ১২ ফেব্রুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ঝিনাইদহে বিশ্বনাথ বিশ্বাস দত্ত (৬৫) নামের মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ দন্ডাদেশ প্রদান করেন।
ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সদর উপজেলার হাট গোপালপুর এলাকা থেকে ২৫০ গ্রাম গাজাসহ বিশ্বনাথ দত্তকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে আসামীকে ৬ মাসের কারাদন্ড প্রদাণ করা হয়।
দন্ডিত ব্যক্তি ওই এলাকার মৃত ভুপেন্দ্রনাথ দত্তের ছেলে। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই আব্দুল আজিজ খান, সাইদুল হক উপস্থিত ছিলেন।