ঝিনাইদহে কৃষকের দুই বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা
ঝিনাইদহ প্রতিনিধি, মোঃ জাহিদুর রহমান তারিক, ২৪ মে, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ঝিনাইদহ সদর উপজেলার সুরাট গ্রামের এক কৃষকের দুই বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। বুধবার বিকেলে ওই গ্রামের চান্দোর বিলে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষক সুরাট গ্রামের আব্দুর রহিম জোয়ার্দ্দারের ছেলে রনি জোয়ার্দ্দার জানান, কয়েকদিন আগে তার ২ বিঘা জমির ধান কেটে বিলের মধ্যে গাদা করে রেখে দেন। আবহাওয়া ও শ্রমিক না পাওয়ায় তিনি মাঠ থেকে ধান আনতে পারেন নি। বুধবার বিকেলে কে বা কারা তার অর্ধেক মাড়ায় করা ধানে আগুন ধরিয়ে দেয়। এতে তার দুই বিঘা জমির প্রায় ৫০ মন ধান পুড়ে যায়।
কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, আমার যে ক্ষতি হয়েছে এমন ক্ষতি যেন কারো না হয়। মানুষের সাথে শত্রুতা করুক। কিন্তু ফসলের সাথে এমন শত্রুতা যেন কেউ না করে। এ ঘটনায় তদন্ত করে দোষিদের শাস্তির দাবী করেন তিনি।
এ ব্যাপারে নাড়িকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই বদিউর রহমান বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। দেখে মনে হলো ধানের পরিমান খুবই কম। এ ঘটনায় অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।