ঝিনাইদহে আল্লাহুকবার ধনিত হওয়ার সাথে সাথে বিদ্যুতের লোডসেডিং!! ধর্মপ্রান মানুষ ক্ষিপ্ত কর্তৃপক্ষের উপর
ঝিনাইদহ সংবাদদাতা, মোঃ জাহিদুর রহমান তারিক, ২০ সেপ্টেম্বর, ২০১৭, (বিডি ক্রাইম নিউজ ২৪) : ঝিনাইদহ সদর ও উপজেলার ডাকবাংলা অঞ্চলে মাগরিবের আযান, আল্লাহুকবার ধনিত হওয়ার সাথে সাথে বিদ্যুতের লোর্ডসেডিং দেওয়াই ধর্মপ্রান মানুষ কর্তৃপক্ষের কঠোর সমালচনা করে বলেছে একটি মুসলিম রাষ্ট্রর জন্য প্রতিদিন নামাজের সময় বিদ্যুতের লোর্ডসেডিং মোটেও কাম্য নয়। বর্তমান সরকারের প্রশ্ন বিদ্ধ করতে কার সাজি করে নামাজের সময় লোর্ডসেডিং দেওয়া হচ্ছে বলে তারা মনে করছে। এছাড়া বিদ্যুতের লোর্ডসেডিং জেলাব্যাপী। লাগামহিন লোডসেডিং এর কারনে জন জীবন অতিষ্ট হয়ে পড়ছে। এছাড়াও জেলা ব্যাপী ডাকবাংলা বিদ্যুত উপকেন্দ্রের কর্মকর্তাদের কাছে জানতে চাইলো তারা বলেন, ঝিনাইদহ গ্রিড জানে, আমাদের করার কিছু নেই।
ঝিনাইদহ বিদ্যুত অফিসে জানতে চাইলে তারা বলেন, ঢাকা থেকে এস কাটা কেটেছে আমরা কি করতে পারি। গ্রাম অঞ্চলের গ্রাহকরা এমন কথা শুনে আরো খিপ্ত হয়েছে কর্তৃপক্ষর উপর। প্রচন্ড গরমে ছটফট করছে মানুষ। ছাত্র/ছাত্রীদের লেখাপড়া হচ্ছে না ঠিক মত, ছোট্ট বাচ্ছাদের কান্না থামানো যাইনা এই অমানবিক ভাবে লোডসেডিং এর কারনে মানুষ আস্থা হারাচ্ছে বিদ্যুত মন্ত্রীর প্রতি। ডিজিটাল বাংলা দেশ সেই কারনে হেরিকেন , কুপি বাতি এখন কারো ঘরে থাকে না যার কারনে ঘন্টার পর ঘন্টা অন্ধকারে থাকতে হয় এই গরমের মধ্যে গ্রাহকদের। এ বিষয়ে ঝিনাইদহ ওজোপাটিকো নির্বাহী প্রৌকোশলী পরিতোষ সরকারের নিকট জানতে চাইলে তিনি বলেন, অফিসে আসেন সরাসরি কথা হবে তা ছাড়া আমি এখন জেলার বাইরে আছি। পরিশেষে ঝিনাইদহ এলাকার মানুষ সরকারের কাছে নাগামহীন লোডশেডিং এর হাত থেকে মুক্তি পেতে চায়।