জুলাই ঘোষণাপত্র ঘিরে যেন ঐক্যে ফাটল সৃষ্টি না হয় : সালাহউদ্দিন

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে বর্তমানে যাতে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল না ধরে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে এ আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিকেল ৪টায় প্রধান উপদেষ্টা রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একে একে বৈঠকস্থলে আসতে থাকেন।

 বৈঠক শেষে তিনি বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের ঘোষণাপত্রকে কেন্দ্র করে বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে; সেখানে যেন কোনো ফাটল সৃষ্টি না হয়, বিভ্রান্তির সৃষ্টি না হয়; সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।’ সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার আহ্বানে আজকে আমরা এসেছিলাম। রাষ্ট্র পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে আমাদের পরামর্শ ও মতামত দিয়েছি।

ঘোষণাপত্র নিয়ে বিএনপি’র পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। বিভিন্ন পরামর্শ দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে জানতে চেয়েছি জুলাই গণঅভুত্থ্যানের সাড়ে পাঁচ মাস পরে জুলাই ঘোষণাপত্রের কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? যদি থাকে তাহলে এর রাজনৈতিক, ঐতিহাসিক ও আইনি গুরুত্ব কী, সেগুলো নির্ধারণ করতে হবে। কারণ ঘোষণাপত্রকে কেন্দ্র করে পতিত ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যাতে বিনষ্ট না হয়; রাজনৈতিক অঙ্গনে বিভেদ সৃষ্টি না হয় সেদিকেও লক্ষ্য রাখার জন্য আমরা পরামর্শ দিয়েছি।’

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এই ঘোষণাপত্র যদি রাজনৈতিক দলিল বা ঐতিহাসিক দলিলে পরিণত হয়; তাহলে সেটিকে আমরা সম্মান করি। তবে সেটা প্রণয়নে যেন সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করা হয়। সবার সঙ্গে পরামর্শ ও আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ঘোষণাপত্রে সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভূক্ত করার ব্যাপারে আমি প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনুরোধ করেছি। বলেছি সবাইকে সঙ্গে নেয়ার ব্যাপারে যেন তারা পদক্ষেপ নেন। যাতে জাতীয় ঐক্যে কোনো রকম ফাটল সৃষ্টি না হয়।’

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করে তিনি আরও বলেন, জুলাই আগস্ট গণ গণঅভুত্থ্যানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে সেটাকে গণ-ঐক্যে রূপান্তরিত করতে হবে। এমনকি এই ঐক্যকে আমরা যেন রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। একইভাবে ঐক্যকে ধরে রেখে আমরা যেন জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

পতিত স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন,  স্বৈরাচার পতনের আন্দোলনে অংশগ্রহণকারী সব দল; যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে জড়িত ছিলো, সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। লক্ষ্য রাখতে হবে, কোনো রকমের অনৈক্যের বীজ আমাদের ভেতরে  যেন কউ প্রবেশ করাতে না পারে। ফ্যাসিবাদের দোসররা যেন কোনো ষড়যন্ত্র না করতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না; নির্বাচন নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি।’

জামায়াতে ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম প্রমুখ বৈঠকে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *