জি কে শামীমের বিরুদ্ধে তিন মামলা
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল আহাদ আজ বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র, মাদক ও মুদ্রাপাচার আইনে এসব মামলা দায়ের করা হয়েছে।
আব্দুল আহাদ বলেন, জিকে শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য অস্ত্র ও মাদক মামলায় সাতদিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের নিকেতনের ডি ব্লকের ৫ নম্বর রোডের ১৪৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। টেন্ডার ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে আটক করা হয়।
এসময় র্যাব সদস্যরা তার কাছ থেকে নগদ এক কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকার এফডিআর (স্থায়ী আমানত) মাদক ও অস্ত্র উদ্ধার করে। এর আগে আজ দুপুরে সাত দেহরক্ষীসহ শামীমকে গুলশান থানায় হস্তান্তর করে।